কোভিডে মৃত্যু কমেছে আরও, সঙ্গে শনাক্তও

কোভিডে মৃত্যু কমেছে আরও, সঙ্গে শনাক্তও
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১১৪ জনর মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৫ হাজার ২৪৯ জনের মধ্যে।
এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ২৯ জুনের এর চেয়ে সবচেয়ে কম। সেদিন মোট ১১২ জনের মৃত্যুর খবর এসেছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ৩৫ হাজার নমুনা পরীক্ষা করে ওই সোয়া পাঁচ হাজর নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২ শতাংশ, যা আগের দিনের চেয়ে সামান্য কম।
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৭১৭ জন নতুন রোগী শনাক্ত এবং ১১৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন কোভিড রোগী শনাক্ত হল; তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৫১৩ জনের।
পাঠকের মন্তব্য