কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
কচুয়ায় আলেম-ওলামা-মাশায়েখ, ইমাম ও বিভিন্ন সম্প্রদায়ের সুধীজনদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার, কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন মাহমুদ, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন, মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, দহুলীয়া দরবার শরীফের পীর মুহাম্মদ আবুল হাসান শাহ রুহুল্লাহ শাজুলী, উজানী পীর আশেক মাহবুব এলাহী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।
এসময় বিভিন্ন আলেম-ওলামা, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য