মতলব উত্তরের ১৩ ইউপি ভোটের গেজেট প্রকাশ

মতলব উত্তরের ১৩ ইউপি ভোটের গেজেট প্রকাশ
২৮ নভেম্বর অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরে পৃথকভাবে ইউপিগুলোর গেজেট প্রকাশ করা হয়েছে।
১৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারী মুদ্রণালয়ের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইসমাইল হোসেন গেজেট মুদ্রিত হয়। মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, ইউপি নির্বাচনের গেজেট রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরেই প্রকাশ হয়। এবারও তাই হয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন ভেদে ভিন্ন ভিন্ন তারিখে এসব গেজেট প্রকাশ করা হয়েছে।
গত ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থিরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এদের মধ্যে আবার আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৬ জন।
প্রকাশিত গেজেট অনুযায়ী-ষাটনল ইউপির চেয়ারম্যান মো. ফেরদাউস আলম, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, সাদুল্লাপুর ইউপির চেয়ারম্যান মো. জোবাইর আজীম পাঠান, দূর্গাপুর ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন খান, কলাকান্দা ইউপির চেয়ারম্যান মো. ছোবাহান সরকার, মোহনপুর ইউপির চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করীম, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গজরা ইউপির চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান।
একই গেজেটে সংরক্ষিত আসনের সদস্য ৩৯জন ও সাধারণ আসনের সদস্য ১১৭জনের নামের গেজেটভুক্ত করা হয়।
পাঠকের মন্তব্য