স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বঙ্গসেনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বঙ্গসেনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বঙ্গসেনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ২০২২ সিজন-৬ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গসেনা আর রানার্সআপ হয়েছে গ্রেনেড। শুক্রবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাওয়ার সেল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, চলচ্চিত্র পরিচালক ও জাগরণ আইপি টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীন,অভিনেতা ও ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর, রাশেদ সীমান্ত, টিম ক্রিকেটের মোহাম্মদ হাসান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এক্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, সহকারী কর কমিশনার সালেকুন বিপ্লব, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা শাহিদুল ফারাবি।

এছাড়াও অতিথি হিসাবে ছিলেন জগলুল হায়দার, মামুনুর রশিদ, ফকির শাকিল। টুর্নামেন্টে প্রধান সমন্বয়ক ছিলেন মোহাম্মদ ইকরামুল হক, উপ- সমন্বয়ক ছিলেন আজিজুর রহমান আজিজ, মাহবুব খান মজলিস, তানভীর হাসিব, ফয়সাল দেওয়ান, শেখ সাদি রহমান বাপ্পি, এইচ এম পলিনসহ প্রমুখ।



এদিন সিজন-৬ এর সাথে টিম ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২২ সিজন-৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আতিকুল ইসলাম, যুগ্ম নির্বাচন কমিশনার ছিলেন তরুণ ভৌমিক, আমিনুর রহমান আনিস। সিজন-৭ এ ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচিত হয় শামিম হাসান, ইকরামুল হক, ডা. শিমুল স্পার্টন, নাজমুর রহমান প্রিন্স, স্বপন মোল্লা, তানভীর হাসিব চৌধুরী, শেখ সাদি রহমান বাপ্পি, আরিফুর রহমানসহ প্রমুখ।

উল্লেখ্য, এদিন টুর্নামেন্ট ফাইনালে ম্যান অব ফাইনাল হয় নিলয় দাস, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় মাহবুব আলম, সেরা বোলার হয় নিলয় দাস, সেরা ব্যাটসম্যান হয় মাহবুব আলম।

পাঠকের মন্তব্য