চাঁদপুরে আনসার উল্লাহ বাংলা টিমের ৭ জন গ্রেপ্তার

চাঁদপুরে আনসার উল্লাহ বাংলা টিমের ৭ জন গ্রেপ্তার

চাঁদপুরে আনসার উল্লাহ বাংলা টিমের ৭ জন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানাপুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের আনসারউল্লা বাংলা টিম এর সদস্য হিসেবে পরিচয় দেয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ ও ছয়টি মুঠোফোন উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ড এর উত্তর কেরোয়া এলাকার সৌদিপ্রবাসী মো. আবু রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের মো. কাউসার হামিদ (১৯), কুমিল্লার হোমনার মাহমুদুর রহমান (২৪), নারায়ণগঞ্জের সদর থানার মো. রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহের নান্দাইলের কামরুল হাসান (২৭), কিশোরগঞ্জের কুলিয়ারচরের নেয়ামত উল্লা (২৬), টাঙ্গাইলের নাগরপুরের মো. হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মো. ফজলুল করিম (৩০)। চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে জানান, এই সাতজন তাঁদের সংগঠনের সদস্য সংগ্রহে এসে গোপনে ফরিদগঞ্জের কাউসার হামিদের বোনজামাই আবু রায়হানের বাড়িতে বসে কাজ করছিলেন। খবর পেয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক জিগাসাবাদে তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও নতুন সদস্য সংগ্রহের চেষ্টায় তারা একত্রিত হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ, পেনড্রাইভে জঙ্গি কার্যক্রমের তথ্য পাওয়া গেছে।আজকে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পাঠকের মন্তব্য