হাইমচরে প্রচারণায় শীর্ষে নৌকা মার্কার প্রার্থী নুর হোসেন পাটওয়ারী

হাইমচরে প্রচারণায় শীর্ষে নৌকা মার্কার প্রার্থী নুর হোসেন পাটওয়ারী
আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নেমেছেন প্রচার প্রচারণায়। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী নুর হোসেন পাটওয়ারী বিরামহীন প্রচারণায় সময় পার করছেন। দলীয় নেতা-কর্মী ও ভোটারদের সাথে নিয়ে তিনি সকাল থেকে রাত পর্যন্ত হাইমচরের উন্নয়ন ও সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরে মানুষের বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ করছেন।
রবিবারে (৫জানুয়ারী) জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ভুইয়া নেতৃত্বে জেলা যুবলীগ আজকে ২০ টি স্থানে পথ সভা করা হয়।এছাড়া জেলা মহিলা আওয়ামীলীগের প্রচারণা চলছে।
রোববার (৫ জানুয়ারি) চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন পাটওয়ারী উপজেলার দক্ষিন আলগী ইউনিয়নের শাবু মাষ্টার মোড়, বাংলা বাজার পথ সভায় বক্তব্য রাখেন।
একই দিন তিনি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী অফিসগুলো পরিদর্শন করেন এবং নেতা-কর্মীদের সাথে কথা বলেন।
পথসভাগুলোতে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে হাইমচর উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবী পুরন হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নেতৃত্বে মেঘনার ভাঙন থেকে আমরা রক্ষা পেয়েছি। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমি গত ৫বছর উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। আপনাদের উন্নয়নের জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট দিবেন।
এছাড়ও শনিবার (৪ জানুয়ারি) কাক ডাকা ভোর হতেই নৌকা প্রতীকের প্রার্থী নুর হোসেন পাটওয়ারী প্রচার প্রচারনা ও গনসংযোগ করে মাঠ চষে বেড়াতে দেখা গেছে।

তিনি উপজেলার আলগী উত্তর ইউনিয়নের নয়ানী, ছাটলক্ষ্মীপুর, কাটাখালি বাজার, গাজীর বাজার ও আলগী দক্ষিন ইউনিয়নের তেলির মোড়, দক্ষিন আলগী, গন্ডামারা বিভিন্ন গ্রাম মহল্লায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছিত্র তুলে ধরে লিফলেট বিতরণসহ গনসংযোগ করেন।
অপরদিকে নুর হোসেন পাটওয়ারীর পক্ষে নৌকার সমর্থনে উপজেলার উওর আলগী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাথী মেহেদী হাসান অপু
নেতৃত্বে ব্যাপক প্রচারণা চলছে।এদিকে
আলগী দক্ষিন ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, সদস্য মশিউর রহমান স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম কবির, ইউপি সদস্য কাউছার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল পাটওয়ারীর নেতৃত্বে নেতা কর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে গনসংযোগ করেছেন।
পাঠকের মন্তব্য