"চাঁদপুরে আ'লীগের মেয়র প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক"

"চাঁদপুরে আ'লীগের মেয়র প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক"

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন ২০২০-এ  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবং মেঘনা পাড়ের সূর্য কণ্যা বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী জননেতা Dr. Dipu Moni (এমপি) আপা-র স্নেহধন্য শ্রদ্ধাভাজন প্রিয়মানুষ ছাত্রনেতা থেকে ক্রমান্বয়ে জননেতা রুপে আত্মপ্রকাশ করা জনাব Jillur Rahman Jewel ভাইয়ের পক্ষে ভোটারের দ্বারে দ্বারে আজ দিনব্যাপী পৌরসভার ০৯,১১,১২ এবং ০৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে । 

#ছবি_বর্ণনাঃ
★★
৯ নং ওয়ার্ডে সার্বক্ষণিক সাথে থেকে সহযোগিতা করেছে মোঃশাহ্আলম মোল্লা (চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা এবং জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র বিষয়ক উপ-সম্পাদক) এবং সংশ্লিষ্ট ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক আরমান । এসময় ধানের শীষ প্রতিকের মেয়র পদপ্রার্থী জনাব আক্তার হোসেন মাঝির সহোদর জনাব বাবুল মাঝির সাথে নির্বাচনী কুশলাদি বিনিময় এবং নৌকা প্রতিকের প্রার্থী জুয়েল ভাইয়ের জন্য দোয়া আর ভোট চাই। "ঐতিহ্য, বানিজ্য ও পর্যটন নির্ভর নান্দনিক চাঁদপুর"- এই স্লোগান নিয়ে নৌকার কান্ডারি জুয়েল ভাইয়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ভ্রাতৃত্ববোধের মতাদর্শ সত্যিকার অর্থেই আসন্ন পৌরসভা নির্বাচনকে উৎসব মুখর করে তুলেছে । 
[ ছবিঃ ০১-০৬ ]
★★
১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন পাটোয়ারী (বাবু) ভাইয়ের সাথে কুশল বিনিময় শেষে সংশ্লিষ্ট ওয়ার্ডের নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় আর নির্বাচনী হালচাল প্রসঙ্গে আলোচনা চলে বেশ কিছুক্ষণ । 
[ ছবিঃ ১০ ]
★★ 
১২ নং ওয়ার্ডে নৌকা প্রতিকের পক্ষে গণ-সংযোগ চলে দীর্ঘক্ষণ । 
★★
চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রচারণা করতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন অনুজ Sazzed Anam Pinon, ফরিদুল আলম স্মরন, Shamima Shima -সহ বেশ কয়েকজনের সাথে গণসংযোগের ফাঁকে কিছু মূহূর্ত উৎসবমূখর আলাপচারিতায় মগ্ন থাকা হয়। 
[ ছবিঃ ০৭-১১ ]
★★ 
সর্বশেষ ০৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী  মুহাম্মদ সোহেল রানা ভাইয়ের সাথে কুশলাদি বিনিময় করে,  সংশ্লিষ্ট ওয়ার্ডের বেশ কিছু স্থানে নৌকার পক্ষে এবং কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা ভাইয়ের জন্য উটপাখি প্রতিকে ভোট চেয়ে গণ-সংযোগ করি । 
★★
পৌরবাসীর যারা ভোটার আছেন, উনাদের ন্যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছোট্ট শিশুদের কাছেও যেন উৎসবের স্মারক হয়ে উঠেছে নৌকা প্রতিক । 
[ ছবিঃ ০৮-০৯ ]

       দিনব্যাপী গণ-সংযোগ করার কাজে সহযোগিতা করবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধাভাজন শেখ মোঃ মোতালেব ভাই, Abul Baraqat Md Rezwan ভাই, Saifur Rahman Mishu ভাই, Khorshed Alam Bahar ভাই, তৌহিদ মিলন ভাই, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন-কে । 

      সারাদিন সাথে থেকে সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বন্ধুবর রিসাদ মাহমুদ মানিয়া হিমেল, মতলবের অনুজ Omer Faruk, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী সৈকত, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক মাহাবুব আর তারেক, কচুয়া উপজেলা ছাত্রলীগের কর্মী Kartick Roy, Belayet Ripon, Arfan Sufian Abir Babu, Tonmoy Das Nayon -সহ সদর-হাজীগঞ্জ-হাইমচরের বেশ কিছু ছাত্রলীগের অনুজদের প্রতি । 
(০৮ অক্টোবর, ২০২০)

কেন্দ্রীয় ছাত্রলীগ উপ-প্রচার সম্পাদক 

ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক এর

ফেসবুক স্ট্যাটাস থেকে। 

পাঠকের মন্তব্য