চাঁদপুরে পরিবার নিয়ে ঘুরার মত জায়গা খুজচ্ছেন ?

চাঁদপুরে পরিবার নিয়ে ঘুরার মত জায়গা খুজচ্ছেন ?
চাঁদপুরের বেশির ভাগ মানুষ মনে করেন যে, চাঁদপুরে ছুটির দিন কাটানোর জন্য দুই একটি স্থান ছাড়া আর কোন ঘুরার কোন জায়গা নেই, থাকলেও সঠিক তথ্য বা দিক-র্নিদেশনার না জানার কারনে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও পরিবার নিয়ে একটি দিন উপভোগ করতে পারেনা।
“দেখা হোক চক্ষু মেলিয়া ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে চাঁদপুরে নির্ভরযোগ্য এবং আপনাদের প্রিয় হিলশা ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এলো এক দিনের চাঁদপুর ট্যুরের ইভেন্ট।
পরিবার,বন্ধুবান্ধব নিয়ে সহজেই আপনি আসতে পারেন হিলশা ট্রাভেলস এর সাথে। এই প্যাকেজ গুলোতে আপনি পাচ্ছেন খাবার, ভ্রমন, এবং বিশ্বস্ত ট্যুর গাইড সহ নানা সুযোগ সুবিধা।
হয়ে যাক একদিনে চাঁদপুর জেলা ভ্রমন।
এছাড়াও হিলশা ট্রাভেলস এ প্রতিমাসেই থাকে বিভিন্ন ইভেন্ট। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন হিলশা ট্রাভেলস এর সাথে। প্রতিমাসের বিভিন্ন ইভেন্টে যুক্ত হতে চোখ রাখুন তাদের ফেইসবুক গ্রুপে। https://www.facebook.com/groups/762951707636522।
এছাড়াও হিলশা ট্রাভেলস বিভিন্ন ফ্যামিলি ট্যুর এরেঞ্জ করে থাকে। আপনি চাইলে আপনার পরিবার নিয়েও হিলশা ট্রাভেলসের গাইডদের সাথে যেতে পারেন পছন্দমতো জায়গায়।
দেখা হোক চক্ষু মেলিয়া।
প্রয়োজনে যোগাযোগঃ
মারজাহান আকতার: 01854607119
ইসমাঈল খান শুভ: 01643194419
মমিন খান: 01989854797
খালেদ ফয়সাল: 01647061718
পাঠকের মন্তব্য