মতলব দক্ষিণে অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মতলব দক্ষিণে অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মতলব দক্ষিণে অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর কতৃক হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় উপজেলা রোগী কল্যাণ সমিতির তহবিল হতে অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ ৯ নভেম্বর রোজ মঙ্গলবার উপজেলা চত্বরে সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের পরিচালনায় অস্বচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায় যে, অত্র উপজেলাধীন বিভিন্ন এলাকার  ৬জন অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। গত ৮ নভেম্বর ৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা রোগী কল্যাণ সমিতি, মতলব দক্ষিণ, চাঁদপুর এর বরাদ্দকৃত অর্থে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
এ ছাড়াও মতলব দক্ষিণ উপজেলাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় মতলব দক্ষিণ কতৃক জানা যায় যে, মতলব দক্ষিণ উপজেলাধীন যে সকল প্রতিবন্ধী ব্যক্তি (চলাফেরায় অক্ষম) হুইল চেয়ার প্রয়োজন, তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়/ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় মতলব দক্ষিণ, চাঁদপুর এ যোগাযোগ করতে পারেন।

চাঁদপুর টুডে/চয়ন ঘোষ/এফএস
পাঠকের মন্তব্য