ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই

বছরের শেষ দিনেও তারকা হারানোর খবরে বিমর্ষ শোবিজ ভুবন। ‘এপি’র সংবাদে জানা গেছে ব্রিটিশ জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসন আর নেই। ৩০ ডিশেম্বর তিনি নিজের বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অভিনেতা টম উইলকিনসন হলিউডেও দাপিয়ে কাজ করেছেন। তিনি দুবার অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। পাশাপাশি ছয়বার ‘বাফটা’-র জন্যও মনোনীত হয়েছিলেন।
‘দ্য ফুল মন্টি’ সিনেমার জন্য ১৯৯৭ সালে অভিনেতা টম উইলকিনসন ‘বাফটা’ লাভ করেন। এতে ‘ফোরম্যান’র চাকরি হারানো জেরাল্ড কুপার নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সিনেমায় দেখা যায়, সদ্য ছাঁটাই হওয়া একদল শ্রমিক কীভাবে ‘স্ট্রিপিং ডান্স’-এ ঝুঁকছেন, কীভাবে তাদের কাজে পেতে সাহায্য করছেন সাবেক ফোরম্যান, এ নিয়ে ছিল সিনেমার গল্প। ১৯৯৭ সালে সেরা মৌলিক সংগীতের অস্কার পেয়েছিল এ সিনেমা। ‘বেস্ট সাপোর্টিং রোল’র জন্য সে বছরই ‘বাফটা’ পান টম।

২০০১ সালে ‘ইন দ্যা বেডরুম’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন এবং ‘ম্যাজিক্যাল ক্ল্যালিটন’ সিনেমার জন্য ২০০৭ সালে ‘বেস্ট সাপোর্টিং রোল’র অস্কারের মনোনয়ন পান টম।

সাফল্য অবশ্য দূরে থাকেনি। ২০০৮ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের জন্য ‘এমি’ পুরস্কার এবং ২০০৯ সালে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পান তিনি।
টম উইলকিনসনের অভিনয় ক্যারিয়ারে সিনেমা ও টেলিভিশন মিলিয়ে অন্তত ১৩০টিরও বেশি কাজের সঙ্গে জড়িয়ে ছিলেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ার এখন কেবলই স্মৃতি।

পাঠকের মন্তব্য