"ফরিদগঞ্জ " : ইসরাত বিনতে শরীফ

"ফরিদগঞ্জ " : ইসরাত বিনতে শরীফ

শিশির ভেজা ওই কুয়াশায়  
যেন এক দ্বীপপুঞ্জ  
সেইতো আমার হৃদয়ে যে
প্রিয় ফরিদগঞ্জ। 

সবুজ ঘেরা গ্রামটি আমার
প্রণয়ের হাতখড়ি 
ইচ্ছেমত মেঘের দেশে
পাখনা মেলে উড়ি। 

সব উপজেলার মধ্যে যে
রেমিট্যান্স এ সেরা
যুক্তি দিয়ে বুঝিয়ে দিবো
ফরিদগঞ্জ ই সেরা।

সৌন্দর্যের এক অপার মেলা
স্নিগ্ধতায়ে ভরা
রূপ লাবণ্যে অতুলনীয় 
রইছে তারে ঘেরা।

সবুজ শ্যামল প্রকৃতিতে
পাখ-পাখালির খেলা
মন আকাশে উদিত হয়
ভালোবাসার মেলা।

শিক্ষাক্ষেত্রে রয়েছে তার
সুবিপুল অবদান  
দেশজুরে তার খ্যাতি শুনে
জুড়ায় মন ও প্রান।

ফরিদগঞ্জের পাশ দিয়ে ভাই 
বয়ে গেছে নদী
নামটি যে তার ডাকাতিয়া
বহে নিরবধি।।

ডাকাতিয়া নদীর তীরে
জেলেরা বাঁধে ঘর
মাছে ভাতে বাঙালি যে
কেহ নাহি পর। 

নানান রকম মানুষ  নিয়ে
আমার এই দেশ
ফরিদগঞ্জের আপ্যায়নে 
মুগ্ধ সবাই বেশ।

বেশি কথা বলি নাকো
কাজ করে দেখাই
চিত্তে আছে ফরিদগঞ্জ
ভালোবাসা শেখাই।

পাঠকের মন্তব্য