মতলব উত্তরের সুলতানাবাদে নৌকার তোরণ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

মতলব উত্তরের সুলতানাবাদে নৌকার তোরণ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেন্দ্র করে রাতের আঁধারে নৌকার তোরণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়া কান্দা এলাকার এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে মতলব উত্তর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে নেতাকর্মীরা জানান, ইউপি নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাতের সমর্থকরা কাপড় দিয়ে মোড়ানো ২ টি নৌকার তোরণ নির্মাণ করা হয়।
ওই নৌকার তোরণটি রাতের আঁধারে দুর্বৃত্তরা মিলে অগ্নিসংযোগ করে। এতে নৌকার তোরণটির নিচের অংশ পুড়ে যায়।
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত বলেন, আমার ধারনা প্রতি পক্ষ স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন ও চশমা প্রতিকের লোকজন এ কাজ করছে। কারন আমার সর্মথকরা যখন তোরন তৈরি করে তখনই তারা বাধা দিয়েছিল। যারা নৌকার তোরণ পুড়িয়েছে, তারা নৌকার গণজোয়ার দেখে ভয় পাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আ'লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, জসিম উদ্দিনের বাড়ির পাশে তোরন দুটি তারাই পুড়িয়েছে। কারন তারা বিভিন্ন সময় হুমকি দিয়েছে। যুবলীগ নেতা ইমন বলেন, প্রায় ১৫ দিন আগে যখন নৌকার তোরন তৈরি করছে তখনই তারা বাধা দিয়েছে। গত রাতে তারা পরিকল্পিতভাবে নৌকার তোরন আগুনে পুড়িয়ে ফেলেছে। তারা ছাড়া এ কাজ আর কেউ করতে পারেনা।
এ বিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন জমাদার (চশমা প্রতিক) বলেন, এটা ষড়যন্ত্র। আমরা কেউ এ কাজের সাথে জড়িত নই। এ ব্যাপারে মতলব উত্তর থানার এসআই হারুন গঠনাস্থল তদন্ত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।
পাঠকের মন্তব্য